মিশন ইম্পসিবল ৭: আবু দাবিতে শুরু হচ্ছে টম ক্রুজের নতুন সিনেমার চিত্রায়ন

শুরু পর থেকেই আলোচনায় টম ক্রুজের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘মিশন ইম্পসিবল’ এর সপ্তম পর্ব। মহামারীর বাধার মুখেও চলছে সিনেমাটির শুটিং। দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন টম ক্রুজ এবং সিনেমাটির পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়েরী।

সিনেমাটি ইতিমধ্যে রোম, ভেনিস, ব্রিটেন এবং নরওয়েতে চিত্রায়ন সম্পন্ন হয়েছে। শোনা যাচ্ছে সিনেমাটির পরের লটের শুটিং হতে যাচ্ছে দুবাইয়ের আবু দাবিতে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষনা পাওয়া যায়নি। কিন্তু সিনেমাটির পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়েরীর একটা পোষ্ট উস্কে দিয়েছে এ খবর।

সম্প্রতি নিজের টুইটারে একটি ছবি পোষ্ট করেন নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়েরী। যদিও উক্ত পোষ্টে ক্রিস্টোফার ম্যাককুয়েরী কিছু লিখেননি কিন্তু শেয়ারকৃত ছবিটি আবু দাবির হওয়ার কারনে এমনটাই মনে হচ্ছে সবার।

এদিকে শোনা যাচ্ছে মহামারীর কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে সিনেমার সেটা রোবট দিয়ে কাজ করানো হচ্ছে। উল্লেখ্য যে, যথাযত নিরাপত্তা নির্দেশনা না মানার কারনে কিছুদিন আগে টম ক্রুজ একজন ইউনিট সদস্যের সাথে খারাপ ব্যবহার করেছেন।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d